স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ ১১ জুলাই বিকেলে নতুন করে সিনোফার্ম টিকা আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১২ জুলাই সকাল থেকে কমলগঞ্জে দ্বিতীয় দফায় ৩শ জন নারী পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহন করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, টিকা না থাকায় প্রায় ২ মাস প্রয়োগ বন্ধ ছিল। গত ১১ জুলাই বিকেলে সিনোফার্মের টিকা তারা পেয়েছেন। আর সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফার টিকা প্রদান শুরু হয়।
ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া আরো জানান, দ্বিতীয় দফার প্রথম দিনে কমলগঞ্জে ৩শ জন নারী পুরুষ এ টিকা গ্রহন করেন। এদের মধ্যে ১৭২ জন পুরুষ ও ১২৮ জন নারী রয়েছেন। যারা আগে নিবন্ধন করেও টিকা গ্রহন করতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহন করবেন। তার সাথে নতুন করে ও নিবন্ধিতরাও টিকা গ্রহন করতে পারবেন।