
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো গোলাম মুগ্নি মুহিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌরসভাধীন ধানসিঁড়ি আবাসিক এলাকায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আলম জুটি ২-০ সেটে রাব্বী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে রাত সাড়ে ১০ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির হাতে ট্রফি ও ক্যাশ মানির চেক তুলে দেন। আয়োজক কমিটির পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতের সভাপতিত্বে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক। খেলা পরিচালনা কমিটির সম্পাদক কাজ্বী ফয়সলের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়াবিদ মো. শাহিন আহমদ, ক্রীড়াবিদ জ্যোতির্ময় দেব,ভানুগাছ পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজ্বী মামুনুর রশীদ মামুন, সম্পাদক এড.মো. সানোয়ার হোসেন ও গোলাম রব্বানী তৈমুর প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনসাধারন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন,বর্তমান সরকার ক্রীড়া বান্দব সরকার খেলাধুলায় দেশ এখন অনেকটা এগিয়ে গেছে, আর এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় । ব্যাটমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।