কমলগঞ্জে পল্লী বিদ্যুতের ২ খুঁটি ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় পল্লী বিদ্যুৎ এর ২টি কাঠের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোন মুর্হুতে খুঁটি দুইটি ভেঙ্গে পড়ে বড়ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা রয়েছে। গ্রামবাসীরা রয়েছেন আতংকে। দ্রুত খুঁটি দুইটি পরিবর্তনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার জাহির মিয়ার বাড়ির উত্তর দিকের জমিতে স্থাপিত পল্লীবিদ্যুত সমিতির একটি কাঠের খুঁটির পুরাতন হয়ে গুড়া একেবারে পচে গিয়ে চতুর্দিকের তারের টানার কারণে ঝুঁকিপুর্ণ অবস্থায় আটকে আছে। খুঁটটি যে কোন মুর্হুতে উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশংকা করছেন গ্রামবাসী। একইভাবে শ্রীনাথপুর গ্রামের মৌলানা জালাল উদ্দিন এবং রফিক মিয়ার বাড়ির পাশে আরেকটি খুঁটি মারাত্বক ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে। সেটিও পচে গেছে।
স্থানীয়রা বলেন, দ্রুত এ দুটি খুঁটি না সরালে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ঝুঁকিপূর্ণ পল্লীবিদ্যুত এর ২টি খুঁটি দ্রুত পরিবর্তন করা না হলে বড়ধরনের ক্ষতির আশংকা রয়েছে। জনস্বার্থে ২টি খুঁট বদলানো অতিবও জরুরী।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গণেশ চন্দ্র দাশ বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।