কমলগঞ্জে পিঠা উৎসব ১৮ জানুয়ারি শনিবার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ১৮ই জানুয়ারি শনিবার পিঠা উৎসব অনুষ্টিত হবে। বাঙালির খাদ্যসংস্কৃতিতে পিঠা অবিচ্ছেদ্য একটি অংশ। শীতকাল এলেই পিঠা উৎসবে মাতোয়ারা হয় দেশবাসী। এই ঋতুটি যেন পিঠা খাওয়ার উপযুক্ত সময়। এ শীতে এলাকাবাসীকে মনভোলানো পিঠার স্বাদ দিতে ১৮ জানুয়ারী শনিবার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী আয়োজন করা হয়েছে কমলগঞ্জ পিঠা উৎসব-২০২০। পিঠা উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ।

শনিবার সকাল ১০টায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। ইতিমধ্যে প্রায় অর্ধশত ষ্টলের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে আয়োজক পক্ষ নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ পিঠা উৎসব কমিটির আহবায়ক সাংবাদিক সাজিদুর রহমান সাজু জানান, পিঠা উৎসব সফল করতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। অতিথিদের দাওয়াত দেয়া হয়েছে। মাঠে কাজ শুরু হয়েছে। আশা করছি সকলের সহযোগীতায় পিঠা উৎসব সফল হবে।