কমলগঞ্জে পুলিশ কর্মকর্তাদের পিপিই দিলেন মেয়র জুয়েল আহমেদ

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের ঝুকি নিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও মাঠে কাজ করছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশকে পিপি দিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টায় পৌর মেয়র জুয়েল আহমদ কমলগঞ্জ থানার ওসির কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের হাতে এসব পিপিই তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মোঃ আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, সাংবাদিক সালাউদ্দিন শুভ।

কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এসব কাজে পুলিশ কর্মকর্তাসহ সমাজের সুশীল ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের নিরাপত্তা রক্ষায় পিপিইর ব্যবস্থা করা হয়েছে।