স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষত্রিগ্রস্থদের পাশে দাড়িয়েছে কানাডা প্রবাসী কমলগঞ্জের সন্তান ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট।
আজ রোববার (২৫ আগষ্ট) ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামিলি ট্রাস্ট এর পক্ষ থেকে ২য় বারের মতো বন্যা কবলিত এলাকা ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কালারায় বিল, গুলের হাওর, শ্রীপুর কোনাগাঁও, মধ্যবাগ ও নৈনারপার এলাকায় বন্যায় ক্ষত্রিগ্রস্থ ৩শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, মুড়ি সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ফ্যামেলী ট্রাষ্টের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট বন্যার্তদের পাশে থাকবে বলে জানায় ট্রাষ্টে সদস্যরা।
তারা আরও বলেন- যে কোন দুর্যোগ মুহুর্তে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট মানুষের পাশে দাড়াঁয়। আগেও বিভিন্ন সময় বন্যা সহ বিভিন্ন দুর্যোগে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট নানা ভাবে মানুষকে সহযোগিতা করেছে। এছাড়াও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কোরবানী ঈদে গরীব-দু:স্থদের মাঝে গোশত বিতরণ, বিভিন্ন স্কুল মাদ্রাসায় আর্থিক অনুদান সহ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট।
উল্লেখ্য- কমলগঞ্জে টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এতে করে চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ।