কমলগঞ্জে বাজার মনিটরিংএ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম যাতে না বাড়ে এবং জন সাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় কমলগঞ্জ পৌরসভাধীন ভানুগাছ বাজার মণিটরিং করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্ব াহী অফিসার মো. আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এ.এস.এম. আজাদুর রহমান, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিদ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন ও কমলগঞ্জ থানার এ.এস.আই তফাজ্জল হোসেন এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের একটি টিম।

এসময় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন- ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখাসহ নিত্য পণ্যের দাম ঠিক রাখার জন্য বলা হয়েছে। কোন ব্যবসায়ী দাম নিয়ে কারসাজী করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।