কমলগঞ্জে বিদ্যুৎ লাইনে ঝুলছে গাছঃ ঘটতে পারে বড় দূর্ঘটনা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমনটাই জানিয়েছেন শ্রীমঙ্গল ভায়া ব্রাহ্মনবাজার যাতায়াতকারী যাত্রীসহ গাড়ী চালকরা। জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবাহিনীর এয়ারপোট সড়কের এয়ারফোর্সের সামনের মেইন রোর্ডের উপরে মাস খানিক পূর্বে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের বড় একটি ডাল ঝুঁকিপূর্ণ অবস্থায় পল্লীবিদ্যুৎ এর ৩৩ কেবি লাইনের উপর ঝুলন্ত অবস্থায় পরে রয়েছে। মাস দিন হয়ে গেলেও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কারো নজরে পড়েনি। কেউ ঝুঁকিপূর্ণ অবস্থায় পল্লীবিদ্যুৎ এর ৩৩ কেবি লাইনের উপর থাকা ডালটি অপসারণ না করার কারণে যে কোন সময় গাছের ভাঙ্গা অংশ টুকু চলন্ত গাড়ীর কিংবা পথচারির উপর পড়ে বড় ধরণের দূর্ঘটনার কারণ হতে পারে বলে আশংকা করা হচ্ছে । তাই এই সড়কে যাতায়াতকারীরাসহ এলাকার সচেতন মহল পল্লীবিদ্যুৎ লাইনের উপর ঝুঁকিপুর্ণ ভাবে ঝুলন্ত গাছের ডালটি দ্রুত অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোবারক হোসেন এর সাথে আলাপকালে তিনি বলেন, বিষয়টি কেউ জানায়নি, আমরা গাছের ডালটি সরানোর ব্যবস্হা নিচ্ছি।