কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলাকে একটি সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠিতা করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মীর গোলাম ফারুক, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম,মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম ফকির, সাংবাদিক শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, শিক্ষক মোসাহিদ আলী প্রমূখ।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, সুধীজন ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনকে ডাস্টবিন দেয়া হয়।