কমলগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা ও বন্যাদূর্গতদের ঢেউটিন বিতরণ
স্টাফ রিপোর্টার: সারা দেশে স্বৈরশাসক পতনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুখানে নিহত সকল মেধাবী ছাত্র জনতার রক্তঝরা হাজারো শহীদের রুহের মাগফেরাত কামনা ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে খেলাফত মজলিস মাধবপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুর্নবাসন সহায়তার লক্ষে বন্যাদূর্গত ১২ টি পরিবারকে ১ ব্যান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় মাধবপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আব্দুস সমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিস এর সহ প্রশিক্ষক সম্পাদক শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
ইউনিয়ন খেলাফত মজলিসের যুগ্ন সম্পাদক মাওলানা শামীম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি ইমদাদুল হক নোমানী, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সহ- সভাপতি মাওলানা নূরুল মুত্তাকিম জুনাইদ, জেলা খেলাফত মজলিসের সম্পাদক হাফিজ মাওলানা শামসুল ইসলাম তরফদার, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শামছুল ইসলাম লিয়াকত, সহ-সভাপতি লুৎফুর রহমান জাকারিয়া, সম্পাদক- মাওলানা হোসাইন আহমেদ খালেদ, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ন সম্পাদক মুসলিমুর রহমান, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিব আলী, মাধবপুর ইউনিয়ন যুবদলের সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
বক্তারা বলেন, খেলাফত মজলিস প্রতিষ্টার লক্ষ্যে গন আন্দোলন গড়ে তুলেন। বন্যা দূর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ১৫ বছর থেকে বাংলার মানুষকে শোষন করা জালিম সরকারকে উৎখাত করে দেশকে দ্বিতীয় বার স্বাধীন এনে দিয়েছে ছাত্র জনতা। এই জালিম সরকারকে উৎখাত করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুখানে নিহত সকল মেধাবী ছাত্র জনতার রক্তঝরা হাজারো শহীদ হয়েছেন। আমরা এসকল শহীদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।