ধলাই ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মঙ্গলবার (২৬এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন ৫০ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক,উপজেলা সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, সহ সরকারি কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।