কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি: করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি মামলায় নগদ ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিকাল ৪ ঘটিকার সময় দোকান পাঠ বন্ধ না করা ও করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা না মানায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় নগদ ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।