কমলগঞ্জ প্রতিনিধি: “মাস্ক পড়ুন সেবা নিন, করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন”, “এই শীতে মাস্ক পরিধান করি, নিরাপদ থাকি” ও “মাস্ক না পড়লে প্রবেশ যাবে আটকে” এই প্রতিপাদ্য গুলোকে সামনে রেখে করোনার ২য় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জে মাস্ক ও লিফলেট বিতরণ করে ‘মাস্ক সপ্তাহ’ পালিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সকাল দুপুর ১২ টায় কমলগঞ্জ পৌরসভাধীন ভানুগাছ বাজারে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে পথচারী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক এবং মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে স্টিকার বিতরণ করা হয়। পরে ভানুগাছ বাজার চৌমুহনায় আলোচনা সভায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।