
ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধরপুর গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মরহুম মদরিস আহমেদ তরফদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গত শনিবার (২৮ সেপ্টম্বর) দিনব্যাপী এক মেগা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন রোটারি ক্লাব অব জালালাবাদ। শনিবার সকালে মরহুমের বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত এই ফ্রি মেগা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোক্তাদির তরফদারের সভাপতিত্বে ও হামিদুল হক চৌধুরী বাবরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এএসএম আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব তরফদার, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমদ তরফদার, জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলী, ইউপি সদস্য মো. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র পুত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার (জুম্মন), মরহুমের স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে শিপা আক্তার, নাজমুন নাহার নিপা, তানিয়া আহমেদ, সোনিয়া আক্তার, বড় ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম, ভাইয়ের ছেলে ইমন আহমেদ তরফদার, বেনজির আহমদ তরফদার, নাসরিন বেগম রেবা, নিশানে আঞ্জুম লিবা, লিজা বেগম, নিয়ামুল তামান্না ও এমদাদুল হক, শহীদ আহমদ, সাদেক আহমদ,শামুদ মিয়া, মিজানুর রহমান তরফদার, রুমেল আহমদ, শাহ ফয়জুর রহমান, মো. আবুল হাসান চৌধুরী প্রমুখ।
চিকিৎসাসেবা ছিল মেডিসিন, হৃদরোগ, শিশুরোগ, গাইনি, সার্জারি, চক্ষু ও সুন্নতে খতনা। সংশ্লিষ্ট বিষয়ে ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার ও তাদের সহকারীরা এই চিকিৎসাসেবা প্রদান করেন।
মরহুমের পুত্র ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার (জুম্মন) বলেন, এলাকার গরিব ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রতিবছরই আমার পিতার মৃত্যুবার্ষিকীতে সকলের সহযোগিতায় এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পসহ মানব কল্যাণমূলক নানা কাজ অব্যাহত রাখতে চাই।
তিনি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসী, রোটারি ক্লাব, বিভিন্ন ঔষুধ কোম্পানি, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।