
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় এ আয়োজন করা হয়।
মনিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার নেতৃত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন ললিতকলা একাডেমির খুদে শিক্ষার্থীরা।
