নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পাওয়ায় সোমবার সহকারী স্টেশন মাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও,ঢাকা) ঢাকার কাছে ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. কাইউমুল ইসলামের লিখিত পত্রের তথ্যানুযায়ী স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন শনিবার রাত ১ টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আকস্মিক রেলওয়ে স্টেশনের মাস্টার নিখোঁজে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ স্টেশনের কাজকর্ম এলোমেলো হয়। ফলে শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশন বন্ধ রেখে মাস্টার আব্দুর রহিমকে সাময়িকভাবে ভানুগাছ রেলওয়ে স্টেশনের দায়িত্ব দেয়া হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. কাইউমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে ঘটনাটি জানিয়েছি। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে সোমবার রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে ঘটনাটি লিখিতভাবে অবহিত করেছি। এছাড়া পরবর্তী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলে থানায় সাধারণ ডায়রি (জিডি) করব। শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই ইসমাইল মাহমুদ বলেন, তাকে খোঁজে পেতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই নিখোঁজের রহস্যে উন্মোচন হবে।