
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষজনের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
হাড় কাঁপানো শীতার্ত মানুষের কষ্ট লাঘুবে এগিয়ে আসার মাধ্যমে কমলগঞ্জ বুরো বাংলাদেশ এনজিওর রচিত করলো মানবিক সেতুবন্ধন।
দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে (০৮ জানুয়ারি) বিকালে মাধবপুর ইউনিয়নের মাধবপুুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন কমলগঞ্জ বুরো বাংলাদেশ।
বুরো বাংলাদেশ মৌলভীবাজার এলাকা ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন । বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু,মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আব্দুস সোবহান,নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম নুরুল মুত্তাকিন জুনাইদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, রিপোটার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সম্পাদক আসহাবুজ্জামান শাওন, বুরো বাংলাদেশ কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. বাবু মিয়া প্রমূখ ।
এই শীতে শীতবস্ত্র পেয়ে শারিরীক প্রতিবন্ধী সাজিদ মিয়া জানান এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বুরো বাংলাদেশের কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।
বুরো বাংলাদেশ কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক বাবু মিয়া বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহতসহ অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।