
ছবি ধলাইর ডাক
কমলগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পূজামন্ডপে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহালয়া।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শ্মশানঘাট থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।
ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক বিজিত পালের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন পূজা মন্ডপের ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।