কমলগঞ্জে ষাটোর্ধ পিতার পায়ে ফুটবল! বাঁশি বাজালেন ছেলে

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে টিভি এন্ড টিভি কাপ নাইট মিনিবার ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়েছিলো গত ১৬ ই ডিসেম্বর । ২৬ ডিসেম্বর মাধবপুর ইউনিয়নের ইসলামাবাদ মাঠে একতা যুব সংঘের আয়োজনে ফাইনাল শুরুর আগে প্রাক্তন খেলোয়ারদের অংশগ্রহণে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল দলের নামে একটি প্রীতি নাইট মিনিবার ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়।

খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা যাদের বয়স ষাটোর্ধ ছিলো। সে খেলায় দেখা যায় প্রাক্তন একজন খেলোয়াড় অনিল কুমার সিংহ (৬৬) আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামেন। কাকতালীয়ভাবে খেলাটিতে রেফারির দায়িত্বে ছিলেন তারই ছেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর লাইসেন্স প্রাপ্ত অনিমেষ সিংহ। খেলায় সর্ববয়ষিষ্ট খেলোয়ার ছিলেন রুসমত যার বয়স (৭৫) বছর। উক্ত খেলায় অন্যান্যদের মধ্যে ছিলেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু (৫০), প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি (৪৫), শফিক মিয়া (৬৫), আব্দুল আজিজ (৬০), মুসলিম মিয়া (৬৮), আজাদ মিয়া (৬০), আকলাকুজ্জামান (৫০), মাসুক মিয়া (৫৫) ও আবুল বাশার (৪৫)।

খেলায় আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী উভয়দলের ১০ জন খেলোয়াড়কে কমলগঞ্জ ধলাইর ডাক ২৪. কম অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে পুরস্কার দেয়া গয়।

এদিকে কনকনে শীতকে উপেক্ষা করে বৃদ্ধাদের খেলা উপভোগ করতে প্রত্যন্ত এ এলাকায় বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নারী পুরুষ ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে সৃষ্টি হয় মানুষের মধ্যে মিলন মেলায়। এছাড়া রাত পৌনে ১০ টায় টিভি এন্ড টিভি কাপ নাইট মিনিবার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় হোমেরজান স্পোর্টিং ক্লাব আদমপুর ট্রাইবেকারে ২-০ গোলে মাই সাউন্ড স্পোর্টিং ক্লাব মাধবপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। রাত পৌনে ১১ টায় খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও খান মোহাম্মদ হোসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দেক আলি, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, হুরুন্নেসা চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, বিশিষ্ট নাট্যকার জাকারিয়া হাবিব বিপ্লব, ইউপি সদস্য মো. মোতাহের আলি, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম,সাবেক ইউপি সদস্য পত্রিকা রানী প্রধান আব্দুল আহাদ মাধবপুর বাজার কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, সমাজ সেবক শফিক মিয়া, মাসুক মিয়া,সবুর মিয়া, দুরুদ মিয়া, মন্নান মিয়া ও কামাল বক্ত। চ্যাম্পিয়ানদের কে পুরস্কার ২১ ইঞ্চি কালার টিভি তুলে দেন অতিথিরা। টুনার্মেন্টে মোট ৩২ টি দল অংশ করেছিলো ।