
স্টাফ রিপোর্টার: সম্প্রতি স্মরণকালের ভয়াবহ সর্বনাশী বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাই নদীর প্রতিরক্ষা বাধের বেশ কয়টি স্থানে বাধের ক্ষতিগ্রস্ত করে। তন্মধ্যে মনিপুরী পাড়া সংলগ্ন হিরামতিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাধে প্রায় ১০০ ফুট জায়গা জুড়ে বিশাল আকারে ফাঁটল দেখা দিয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হলে অতিদ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করা হয়। কিন্তু নদীর পানি কমতে শুরু করায় বাধের মাটি ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে। যে কোন সময় বাধটির ফাটল অংশটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। যদি আবারো ভারত থেকে পানি ছেড়ে দেয়া হয় তাহলে সৃষ্ট বন্যায় মাধবপুর ইউনিয়ন এলাকার ৩০/৩৫ টি গ্রাম প্রায় ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বন্যার পানি কমলগঞ্জ উপজেলার আশপাশ এলাকাকেও প্লাবিত করবে।