কমলগঞ্জে হতদরিদ্রদের পাশে প্রবাসী মাহমুদুল হাসান রুমন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে মৌলভীবাজারে জীবনযাত্রা ব্যাহত। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়ে কমলগঞ্জের প্রবাসী মাহমুদুল হাসান রুমন।

শনিবাির ২৮ মার্চ দুপুরে পৌর এলাকার কুমড়া কাফন এলাকার রিস্কাচালক, ভিক্ষুকসহ হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন প্রবাসী মাহমুদুল হাসানের পক্ষে তার ভাই মাইদুল হাসান রিপন। পরিস্থিতি বিবেচনায় দুবাই প্রবাসী মাহমুদুল হাসান রুমনের অভাবী মানুষদের পাশে দাঁড়ানোকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতনরা।

জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামে শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ৪কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি আলুসহ প্রায় শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রবাসী মাহমুদুল হাসান রুমন বলেন, বর্তমানে দেশে সবকিছু বন্ধ। এই বন্ধে দিনমজুর কষ্টে রয়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।