কমলগঞ্জে হতদরিদ্রদের পাশে কেরামত হাউজের আছিয়া মুজিব।

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে মৌলভীবাজারে জীবনযাত্রা ব্যাহত। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়ে কমলগঞ্জের কেরামত হাউজের আছিয়া মুজিব।

বুধবার (৮মার্চ ) রাত ৮টায় কমলগঞ্জের পৌর এলাকার ভানুগাছ বাজারের ৭নং ওয়ার্ডের অসহায়, গরীব, দিনমুজুর, রিস্কাচালক, ব্যান চালক, টেলাগাড়ী চালক, ভিক্ষুকসহ হতদরিদ্র প্রায় ২৫০ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য তুলে দিলেন আছিয়া মুজিবের পক্ষে তার আত্মীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলম আহমেদ, সংবাদিক পারভেজ আহমেদ ব্যবসায়ী মীরজাহিদ আলী প্রমূখ।

কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ২৫০ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল বিতরণ করেন।

কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত বলেন-  করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হওয়াতে পরিবারের আহার যোগাতে তারা হিমশিম খাচ্ছে, অনেকেই অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন। আমি আমার আত্বীয় স্বজনদের সাথে কর্মহীন অভাব গ্রস্ত মানুষের  কথা শোনালে তারা মানবিকতার কথা চিন্তা করে তাদের সহযোগীতায় এগিয়ে আসছেন। এরই ধারাবাহীকতায় কেরামত হাউজের মৃত মুজিবুর রহমান কমরু মিয়ার স্ত্রী জলি রহমানের সহযোগিতায় আজকের এই খাদ্য সামগ্রী বিতরন।

তিনি আরও বলেন, অনেকেই চক্ষু লজ্জার ভয়ে দিনের আলোয় সহযোগীতা নিতে নারাজ হন, তাই তাদের সামাজিক মর্যাদা রক্ষার জন্যে রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে  খাদ্যদ্রব্য পৌছে দেওয়া হয়, আমরা এ ধারা অব্যাহত রাখব যতদিন সংক্রমণ করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম না হবো।