কমলগঞ্জ সংবাদদাতা: কমলগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষ গৃহবন্ধি হয়ে পরেছেন। কিন্তু ঘরে থাকলেও পেটের ক্ষুদা মিটছেনা নিম্নবিত্ত অসহায় এসব মানুষদের। এমন সব খেটে খাওয়া গরীব দুঃখী মানুষদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সোমবার দুপুরে পৌর এলাকার রামপাশা গ্রামে মেয়রের ব্যাক্তিগত পক্ষথেকে প্রায় ১০০ পরিবারকে এ আর্থিক অনুদান পৌছে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় কমলগঞ্জ পৌর এলাকার মানুষদের সচেতনা সৃষ্টি এবং কেউ যাতে অনাহারে না থাকে তার জন্য এলাকায় এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মেয়র জুয়েল।
আলাপকালে পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী নিম্ম আয়ের মানুষের কথা চিন্তা করে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। তিনি পৌরসভার সকল নাগরিককে স্বাস্থ্য সম্মত থাকার পরার্মশ দেন।