কমলগঞ্জে ৫ বোতল ফেন্সিডিল সহ আটক দুই

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিল সহ ইউপি সদস্যার ছেলে সহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর চা বাগান এলাকার ইয়াকুব মেম্বারের দোকানের সামন থেকে ফেনসিডিল সহ এ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো শমশেরনগর সিংগাউরি গ্রামের মৃত রনবীর পাল ও শমশেরনগর ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শেলী রাণী পালের ছেলে রামকৃষ্ণ পাল (৩৯) ও মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ইছুব আলির ছেলে রনি হায়দার (৩৩)। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমেদ দুজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এস আই শহীদুল ইসলামসহ পুলিশের একটি শমশেরনগর চা বাগান এলাকার ইয়াকুব মেম্বারের দোকানের সামনে তাদের আটক করে তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছে।