কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সোনালী ব্যাংক শাখায় আনুষ্ঠানকিভাবে সরকারি ট্রেজারী চালানের অর্থ গ্রহন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকার সাড়ে ১১টায় সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় এ কার্যক্রম উদ্বোধন করেন সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের উপ-মহা ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী।
সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক সুব্রত সিংহের সভাপতিত্বে শাখা কর্মকর্তা নাজবির ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের উপ-মহা ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজারের আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সুদীপ কুমার চৌধুরী।
সোনালী ব্যাংক শমশেরনগর শাখঅ ব্যবস্থাপক সুব্রত সিংহ জানান, এ অঞ্চলের ব্যবসায়ী, চাকুরী প্রত্যাশী, ভ্যাট প্রদানকারীসহ মানুষজন ট্রেজারী চালান প্রদান করতেন কমলগঞ্জ উপজেলা সদর শাখা ও মৌলভীবাজার জেলা সদর শাখায়। এতে সময়ের সাথে যাতায়াত ব্যয় হতো। এখন থেকে এ অঞ্চলের সবাই সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় সরকারি ট্রেজারী চালান জমা করতে পারবেন।