কমলগঞ্জ তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
ফাইল ছবি

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির লিখিত অভিযোগ করা হয়েছে কমলগঞ্জ থানায়।

ছাত্রীর মা বাদি হয়ে সোমবার রাত ১০টায় কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। আলীনগর ইউনিয়নের বারামপুর গ্রামে গত রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় বারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী (৯)-র মা কাজে যাবার সুযোগে তাকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের প্রতিবেশী রেনু মিয়া (২৭) তার (ছাত্রীর) জামা কাপড় ছিড়ে ও দেহে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে আসলে লম্পট রেনু মিয়া পালিয়ে যায়। পরে গ্রামবাসী লাঞ্চিত ছাত্রীটিকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় ছাত্রীর মা রেনু বেগম বাদি হয়ে কমলগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ করেন।

ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে অভিযুক্ত রেনু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থঅ গ্রহন করা হবে।