কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পাঁচ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজলাকে লকডাউন করে দেয়ায়, কর্মহীন হয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবার গুলোর মধ্যে সরকার ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

আর এর ধারাবাহিকতায় কমলগঞ্জ পৌরসভার কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীন হয়ে পড়া এ দরিদ্র ৫০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ এমপি।

বুধবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ের সম্মুখে মেয়র মো. জুয়েল আহমেদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আরিফুর রহমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।