কমিউনিটি সেন্টারের ছাদ ধসে বাবুর্চি নিহত

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

ধলাই ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় একটি কমিউনিটি সেন্টারের ফলস ছাদ ধসে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘বাহির সিগন্যাল এলাকায় ৬ তলা একটি ভবনের নিচতলায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারের রান্না ঘরে দুর্ঘটনাটি ঘটেছে। রান্না ঘরের ফলস ছাদ ধসে তাদের প্রধান বাবুর্চি মহিদুল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ধ্বংসস্তুপ থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে। এসময় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ভবনটি পরীক্ষা-নিরীক্ষার আওতায় আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় ওই কমিউনিটি সেন্টারে ৭০০ থেকে ৮০০ মানুষের জন্য রান্না হচ্ছিল। ভবনের ফলস সিলিংটি দুর্বল থাকায় সেটি বাবুর্চিদের উপর ভেঙে পরে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর বেশি কিছু দেখতে পাইনি।’

সূত্র: জাগো নিউজ…