কমেছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাখতে ও চাহিদা মেটাতে পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। এতে পেঁয়াজের দাম কেজিতে ৫-৬ টাকা কমেছে।

গত দুদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৪৬টি ট্রাকে ১ হাজার ৩১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করায় জমে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার।

পাইকার শাহজাহান আলী বলেন, পূর্বে হিলি স্থলবন্দর দিয়ে ২-৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে দেশীয় পেঁয়াজ শেষের দিকে হওয়ায় সরবরাহ কমতির দিকে রয়েছে। যার কারণে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা বাড়ায় আমরা হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে এসেছি। এখান থেকে কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পাঠাচ্ছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ২-৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। চলতি সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। গত দুইদিনে বন্দর দিয়ে ৪৬টি ট্রাকে ১ হাজার ৩১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।