ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারে তিন কলেজ ছাত্রীর শ্লীলতাহানির মামলার চার আসামিকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন নাভেদ, সায়েম, মুন্না ও লোকমান মিয়া।
তিন ছাত্রীকে শারীরিকভাবে আঘাত ও শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার বিউটি রানী দেরীর চাচাতো ভাই সুমন কান্তি দেবনাথ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করেন।
মামলায় বলা হয়েছে, প্রায় সময় নাভেদ আহমদ ও তার সহযোগী সায়েম, মুন্না, লোকমান ওই কলেজছাত্রীদের পথ আগলে খারাব প্রস্তাবসহ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করত। গত ১৩ মে সুইটি রানী দেবী কলেজ থেকে পরীক্ষা দিয়ে আশার সময় কুৎসিত মন্তব্য করে। পরে তার দুই সহপাঠী জাহানারা আক্তার ও বিউটি রানী দেবী প্রতিবাদ করলে জাহানারা আক্তারের চুল ধরে মাটিতে ফেলে শ্লীলতাহানী করে। এসময় সুইটি ও বিউটিকে শারীরিকভাবে নির্যাতন করে এক পর্যায়ে বিউটি রানী দেবীর গলা টিপে ধরে। নাভেদের সহযোগীরা এসময় তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে।
অ্যাডিশনাল এসপি রাশেদুল ইসলাম বলেন, তিন কলেজছাত্রীর শ্লীলতাহানির মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে। ভিকটিমদের জবানবন্দি নেয়া হয়েছে। আসামিদেরকে কোর্টে চালান দেয়া হবে। সাংবাদিক, সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করতে সহজ হয়েছে।