কুকুর থেকে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ৭, ২০২৪
প্রতিকী ছবি

ধলাই ডেস্ক: কুকুরের আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলা শহরের বাসট্যান্ড মোড়ের অদূরে তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১০ বছরের শিশু রাকিবুল ইসলাম দামুড়হুদা বসতিপাড়ার জহুরুল ইসলামের (জরু) ছেলে। সে স্থানীয় দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বিকেলে কয়েকজন ছেলে দামড়হুদা তেলপাম্পের সামনে গাছ থেকে জাম পাড়ছিল। হঠাৎ তাদের কুকুরে আক্রমণ করে। কুকুর থেকে বাঁচতে তারা ছোটাছুটি শুরু করে। এ সময় রাকিবুল দ্রুত রাস্তা পার হতে গেলে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।