কোভিড-১৯ কমলগঞ্জে পথচারীর সচেতনতা বাড়াতে মাঠে নামলো পুলিশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২০মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পৌরসভাধীন ভানুগাছ বাজার চৌমুহনা, উপজেলা চৌমুহনাসহ বিভিন্ন মোড়ে মোড়ে দাড়িয়ে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করে কমলগঞ্জ থানা পুলিশ ।

এ সময় যে সব পথচারী মাস্ক পরেন নাই তাদেরকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশের প্রচারণা টিম।

এ ছাড়াও মাস্ক বিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এ প্রচারণায় উপস্থিত ছিলেন,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ইয়ারদৌস হাসান,পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা, এস আই ফজলে এলাহি, এ এস আই আনিছুর রহমান,এ এস আই হামিদসহ পুলিশ সদস্যরা। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান ।