
ছবি- ধলাইর ডাক
ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে কুরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কামাররা। সারা বছর অলস সময় পার করলেও ঈদ আসলে চলে তাদের কর্মব্যস্ততা।
দা, বটি, চাকু, চাপাতি ও পুরনোগুলোতে শান দিতে ব্যস্ত কমলগঞ্জের কামার শিল্পীরা। শুক্রবার সকালে ভানুগাছ বাজার, শমশেরনগর ও আদমপুর এলাকা ঘুরে চোখে পড়ে কামার শিল্পীদের পশু জবাই ও মাংস কাটার যন্ত্রপাতি তৈরি করার দৃশ্য।
ভানুগাছ বাজারের বিশ্ব কর্মকার ও সুবিনয় দেব ধলাইর ডাককে জানান, কুরবানির পশু জবাই করা, মাংস কাটা ও চামড়া ছিলানোর জন্য ধারালো ছুরির প্রয়োজন। তাই কেউ পুরান জিনিস শান দিতে ও কেউ নতুন জিনিস তৈরি করতে দোকানে আসছেন। পুরোদমে কাজ চলছে দোকানে। সারা বছর কাজের চাপ থাকে না। যা চাপ এই ঈদ মৌসুমেই।