গাইবান্ধায় বাস-ট্রাক-বাইক ত্রিমুখী সংঘর্ষ, ৩ আরোহী নিহত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার, মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রংপুরের দিকে যাচ্ছিল ঢাকা থেকে আসা বরকত পরিবহনের একটি বাস। পথে চৌমাথা মোড়ে পৌঁছলে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণহীন বাসটির সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক পালিয়ে গেলেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বাস ও ট্রাক।