ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরীর ইসলামপুর এলাকায় বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-ওই এলাকার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী শাহ আলম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে বায়জিদ ও মেয়ে ফাতেমা।
বাসন থানার ওসি কায়সার আহমদ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।