ঘুম থেকে ডেকে তুলে ভাই-বোনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
প্রতীকি ছবি

ধলাই ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব বিরোধের জেরে ঘুম থেকে ডেকে তুলে ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহেদল ইউপির উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার শামসুদ্দিনের সন্তান।

জানা যায়, বুধবার (১২ জুলাই) বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ডেকে তুলে শামসুদ্দিন ও তার ছেলে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে কাদির গংরা।

এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান আলমগীর। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাদিরা, সালমান, খাদিজা আক্তার ও শামসুদ্দিনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান তিনি।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ।

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।