ঘূর্ণিঝড় রেমালঃ জোয়ারে তলিয়ে যাচ্ছে কক্সবাজার শহর

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: সমুদ্রের জোয়ারের পানি ঢুকে পড়েছে কক্সবাজার শহরের সমিতিপাড়ায়। পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও শুঁটকি মহাল। সমিতিপাড়া বাজার থেকে কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া, মোস্তাক পাড়া ও বাসিন্না পাড়ার নিচু অংশ প্লাবিত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে লোকজন। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে।

রোববার বেলা ১২টার পর থেকে সমিতিপাড়ায় জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে।

সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীরা ওই এলাকায় মাইকিং চালিয়ে সতর্ক করছেন এবং লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করছেন।