চলচ্চিত্র কর্মীদের ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
ফাইল ছবি

বিনোদন ডেস্ক: মহামারি করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব অর্থনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রেও। সেখানে চলচ্চিত্রের সহযোগী ও অসচ্ছল শিল্পীদের অবস্থা আরও করুণ। করোনাভাইরাসের এই সময় সঙ্কটে থাকা নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়।

এই অনুদানের কার্যক্রম শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। তিনি বলেন, ‘প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে আছে। অনুদানের অর্থ কবে চলচ্চিত্রকর্মীদের দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’

বিষয়টি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এখনও আনুষ্ঠানিক ভাবে কোনো খবর পাইনি। তবে মুখে মুখে আমিও শুনেছি এই খবর। সরকার সারাদেশের মানুষের পাশেই দাঁড়াচ্ছেন এই সময়। আমরা জানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষের প্রতিও তার সুনজর রয়েছে।’

করোনাভাইরাসের মধ্যে আর্থিক সঙ্কটে থাকা ৩০০ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের মাঝে অনুদানের অর্থ তুলে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে জানান, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

কারা এই অনুদান পাবেন চলচ্চিত্রের সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠকে শিগগিরই অনুদানের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলেও জানান খসরু।

লকডাউন শুরু হওয়ার পর থেকেই সব ধরনের শুটিং ও সিনেমা হল বন্ধ। এর মধ্যে চলচ্চিত্র শিল্পের ‘৩০০ কোটি টাকা’ লোকসান হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।