
ধলাই ডেস্ক: টানা চারদিন বন্ধ থাকার পর ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টা থেকে এ আমদানি কার্যক্রম শুরু হয়। তবে শুধুমাত্র যে সকল পেঁয়াজের ট্রাক অনুমোদন পেয়েছে সেই ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দ।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, ভারত থেকে পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে। দিল্লি সরকার ভোমরাসহ তিনটি বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত তিনটি পেঁয়াজভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। দিন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় জানা যাবে কতগুলো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করল।
সূত্র: জাগো নিউজ…