চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনের একটি খালি বগি মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ভাটেরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলস্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নম্বরের তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি সিলেটে জ্বালানি তেল দিয়ে খালি ওয়াগন নিয়ে চট্টগ্রাম ফিরছিল।

তিনি আরো বলেন, সিলেট স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।