ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কমলগঞ্জের অপু

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

আসহাবুর ইসলাম শাওন কমলগঞ্জ থেকেঃ সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর এ কমিটি চূড়ান্ত করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মহিউদ্দিন অপু। সোমবার দুপুরে ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়। আর এই প্রকাশিত কমিটিতে মহিউদ্দিন অপুকে কেন্দ্রীয় কমিটির উপ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথম কমলগঞ্জ উপজেলা থেকে স্থান পেলেন মহিউদ্দিন অপু। মহিউদ্দিন অপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান কমিটির সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানিয়ে অপু ধলাইয়ের ডাক কে বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে দেওয়া কমিটিতে স্থান পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে কাজ করে যেতে চাই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করব। সবার সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন করে সামনে এগিয়ে যেতে চাই। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফুল আহমেদ ও সম্পাদক সাকের আলী সজিব প্রতিক্রিয়ায় বলেন, মহিউদ্দিন অপু আওয়ামী পরিবারের সন্তান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। আমি আশাকরি এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ আরও সুসংগঠিত হয়ে জননেত্রীর হাত আরও শক্তিশালী হবে।