ছুটির পর খুলেছে অফিস-আদালত

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার সরকারি ও বেসরকারি সব অফিস-আদালত খুলেছে। পাশাপাশি খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার।

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় তিন দিনের ছুটি ছিল। গত শুক্রবার থেকে এ তিন দিনের ছুটি শুরু হয়। পরদিন শনিবার ঈদুল আজহা পালিত হয়। রোববার ছিলো ঈদের ছুটির শেষ দিন।

সোমবার অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তেমন একটা হয়নি। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদ করতে গেছেন। তবে যারা ঢাকায় ঈদ করেছেন তারা কাজে যোগ দেবেন।

করোনা মহামারিতে ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে।

এদিকে করোনাকালীন পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল। ফলে তারাও এবার বাড়ি যেতে পারেননি।