কমলগঞ্জ প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়”এ প্রতিপাদ্য সামনে রেখে র্যালী, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বেলা- ১১ টার দিকে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) কমলগঞ্জ এর আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর সহায়তায় ভ‚মিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
সাংবাদিক শাহিন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: ফয়েজ আহমেদ, প্রেস ক্লাবের সহ সভাপতি প্রণিত রঞ্জন দেবনাথ, সাংবাদিক ওয়াহিদুর রহমান রুলু, সাংবাদিক জয়নাল আবেদীন, আশরাফ সিদ্দিকী পারভেজ, সরকারী কর্মকর্তা, আনসার সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
বক্তারা বলেন- প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভ‚মিকম্প ও অগ্নিকান্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।