জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দোকানে জাতীয় পতাক্ াউত্তোলন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতটি দোকানের জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় ভানুগাছ বাজারে এ জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রত্যেকটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের দোকান সমূহে এসব দিবসে জাতীয় পতাকার সম্মানহানি করে ইচ্ছে মাফিক পতাকা উত্তোলন করা হয়। আবার কোন কোন দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কমলগগঞ্জ থানার পুলিশের একটি দল এ অভিযানে সহায়তা করেন। অভিযানকালে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে ৭টি দোকানের ২০০ টাকা করে মোট ১৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এ অভিযান পরিচালনা ও জরিমানা করে অর্থ আদায়ের সত্যতা নিশ্চিত করেন।