ধলাই ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি অপ্রাপ্ত বয়স্ক মায়া হরিণ মানুষের তাড়া খেয়ে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরে তাড়ের বেষ্টনী ডিঙিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটে আজ সোমবার (২০জুলাই) সকাল ১১টায়। শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরের বিজিবির সদস্যরা আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করে। মানুষের কাছে তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে গিয়ে আহতও হয় মায়া হরিণ শাবকটি। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমরা আহত হরিণটিকে সেবা সুস্থ্যতার সব রকম উদ্যোগ গ্রহণ করবো। এটি পুরুষ মায়া হরিণ,তবে প্রাপ্ত বয়স্ক নয়। পুরোপুরি সুস্থ্য হলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস কে দাশ সুমন।