
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, নিউ মার্কেট, কলেজ রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ক্রেতা মো: হান্নান মিয়ার অভিযোগে তাৎক্ষনিক আমলে নিয়ে সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও জুড়ী থানার পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পণ্যের মূল্য অতিরিক্ত নেওয়ায় খোরশেদ ষ্টোরকে ১ হাজার ২ শত টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৩০০ টাকা প্রদান করা হয়
এছাড়া মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত সাথী মসলা ষ্টোরকে ২ হাজার টাকা, নিউ মার্কেটে অবস্থিত সুমন ফলের দোকানকে ১ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত হেলাল মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।