সংগৃহীত                                       
                                        
                                    ধলাই ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হোসাইন আহমদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।
		
