
স্টাফ রিপোর্টার: জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার সংখ্যাই বেশি ছিল। নির্বাচনে সদস্য পদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ও সংরক্ষিত নারী সদস্যা পদে হেলেনা চৌধুরী (ফুটবল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ¦ মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) ৪ জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) প্রতিক নিয়ে ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট, মো: মবশির আলী (টিউবওয়েল) নিয়ে ১৭ ভোট ও মো: তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) নিয়ে ২ ভোট। এছাড়া সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৫২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন। ৩৬ ভোট বেশি পেয়ে হেলেনা চৌধুরী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।