ঝোপঝাড়ে মিলল বেডশিট ও বালিশ।

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট: যাতায়াতের জন্য অনেকে বেছে নেন সড়কপথ। সড়কের আশপাশে থাকে বন-জঙ্গল আর ঝোপঝাড়। এসব ঝোপঝাড়েই আস্তানা গড়ে লুকিয়ে থাকে ডাকাতদল। রাতে যানজটে আটকা পড়া বাসে ডাকাতি করে পালিয়ে যায়।

তাই মহাসড়কে ডাকাতিরোধে ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নেয় সোনরগাঁও থানা পুলিশ। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ব্রিজের ঢালুতে গড়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়েই মিলল ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, প্রতিবছর ঈদ আসলেই সড়কে ডাকাতি বাড়ে। এই ডাকাতির কবলে পড়ে খোয়া যায় শখের জিনিস। সড়কে যাতায়াত নিরাপদ করতেই এই উদ্যোগ। মেনিখালী ব্রিজের নিচে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাত বা ছিনতাইকারীরা রাতে জঙ্গলে লুকিয়ে থেকে ডাকাতি ও ছিনতাই করে থাকে।