টমেটোর ঝুড়িতে ফেনসিডিল, আটক ১

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

ধলাই ডেস্ক: নওগাঁর মান্দায় টমেটোর ঝুড়িতে পাচারের সময় ৬০৫ বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে মান্দা উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা এসব ফেনসিডিল উদ্ধার করে।

এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে স্বপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক স্বপন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজার গ্রামের জনৈক নুরু শেখের ছেলে। র‌্যাবের সদস্যরা এ সময় একটি মিনি ট্রাক, ২ হাজার ১৫০ কেজি টমেটো, ২০ টি মোবাইল সেট আটক করে।

রোববার সকালে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, স্বপন মিয়া শনিবার রাত ৭টার দিকে টমোটো বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় র‌্যাব-৫ এর একটি দল নওগাঁ মান্দা থানাধীন পুরাতন ফেরিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় স্বপন মিয়াকে আসামি করে একটি মামলা করা হয়েছে।